দেলোয়ার হোসেনআ
জ( ২১ নভেম্বর ২০২৩) তারিখ র্যাব রাজধানীর মিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৮ নভেম্বর ২০২৩ তারিখ রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত আল মোহাম্মদ চাঁনসহ ০৪ জন ও মহামান্য হাইকোর্টকে কটুক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্তে¡ও হাজির না হওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোঃ হাবিবুর রহমান হাবিব’কে রাজধানীর পল্লবী এলাকা হতে গ্রেফতার করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান হতে গাড়ী ভাংচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সাথে জড়িত সর্বমোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়। অদ্যাবধি ২৮ অক্টোবর ২০২৩ তারিখে হামলা ও নাশকতাসহ পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সাথে জড়িত সর্বমোট ৬১৫ জনকে গ্রেফতার করেছে র্যাব।
সহিংসতা ও নাশকতা প্রতিরোধ ও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র্যাবের ১৪৫টি টহল ও সারাদেশে র্যাবের ৪২৫টি টহল দল মোতায়েন রয়েছে। এছাড়াও গুরুত্বপূর্ণ স্থানসমূহে র্যাব ফোর্সেস এর রোবাস্ট টহল পরিচালিত হচ্ছে। অবরোধে গণপরিবহনের নিরাপত্তা প্রদানে দূরপাল্লার বাসসমূকে চাহিদার প্রেক্ষিতে র্যাবের এসকর্ট প্রদানের মাধ্যমে গন্তব্যস্থলে পৌঁছে দেয়া হচ্ছে।