মাঈন উদ্দিন সোহেল , চট্টগ্রাম ব্যুরো– চট্টগ্রামের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার চাকতাই–খাতুনগঞ্জের বিভিন্ন পণ্যের গুদামপানির নিচে তলিয়ে গিয়েছে। নষ্ট হয়েছে অনেক আড়তের পেঁয়াজ, রসুন, মসলা, চাল–ডালসহ বিভিন্ন পণ্য। ব্যবসায়ীদের দাবি কোটিটাকার বেশি মূল্যের পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের ।
শনিবার (২ আগস্ট) সকালে নগরীর চাকতাই–খাতুনগঞ্জে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি হয়।বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যুক্ত হলে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। জলাবদ্ধতায় চাকতাই–খাতুনগঞ্জে বহু ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে।
চাকতাই–খাতুনগঞ্জ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাসেম জানান, ‘বৃষ্টি এবং জোয়ারের পানি একাকার হয়েচাকতাই–খাতুনগঞ্জের বহু ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকেছে। অতিবৃষ্টিতে চাকতাই–খাতুনগঞ্জে পানি ঢুকে পণ্য নষ্ট হচ্ছে দীর্ঘদিন ধরে। এরপ্রতিকার চেয়ে ব্যবসায়ীরা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের কাছে অভিযোগ দিয়েছেন। কিন্তুকোনও প্রতিকার মিলছে না।’
চট্টগ্রাম আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ জহিরুল ইসলাম বলেন, নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি আরওদুই–এক দিন অব্যাহত থাকতে পারে। যেসব এলাকায় ভারি বৃষ্টিপাত হবে সেসব এলাকায় পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে।