শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ আটক ৩

Logo
Desk Report 2 শুক্রবার, ১৫ ২০২৪, ১২:০৩ অপরাহ্ণ

ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলমসহ আটক হওয়া তিন আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার বিকেলে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে দিদারুল আলমসহ রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলকে আটক করা হয়।

খাগড়াছড়ি থানা পুলিশ সূত্রে জানা গেছে, ‘বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারের লক্ষ্যে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল পার্বত্য জেলায় একটি টিম গঠন করেন। পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলার সার্বিক তত্ত্বাবধানে ও দিক-নিদের্শনায় গঠিত টিম তথ্য-প্রযুক্তি ব্যবহার করে জেলার বিভিন্ন থানায় বিভিন্ন সময়ে করা ৪০টি মামলার আসামি দিদারুল আলমের অবস্থান নিশ্চিত করেন।

এরপর তাকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে জানালে বুধবার বিকেলে খুলশি থানা এলাকা থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণু দত্ত এবং মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলকে আটক করে পুলিশ। পরে বুধবার রাত আড়াইটার দিকে খাগড়াছড়ি সদর থানা পুলিশ আসামিদের খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, আদালতের মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

ADVERTISEMENT

 

-সরে/ফা/আ

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …