ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার শান্তিনগর জাফরতালুকদারের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটে। এতে প্রাথমিকভাবে আগুনে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
মঙ্গলবার (৩১ এপ্রিল ) রাত ১১ঃ৪০ মিনিট খাগড়াছড়ি জেলা সদরে শান্তিনগর এলাকার জাফরতালুকদারের মার্কেটে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২৯ টি দোকান সম্পুর্ন ভস্মিভুত হয়।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দীর্ঘ দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে মার্কেটে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয়ভাবে কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি।