ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের খাগড়াছড়ি উপ-আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (১৭ মার্চ) সকালে
খাগড়াছড়ি উপ-আঞ্চলিক কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা উপ পরীক্ষা নিয়ন্ত্রক মো:নাজমুল হক এর নেতৃত্বে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের ব্যানার টানান, উপ আঞ্চলিক কেন্দ্রের প্রধান ফটকে ১৬-১৭ই মার্চ দুই দিন ব্যাপী আলোকসজ্জার ব্যবস্থা করেন। ১৭ ই মার্চ সকাল ৬:৩০ টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। সাউন্ড সিস্টেমের মাধ্যমে বাঙালি জাতির ম্যাগনাকার্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ দিনব্যাপী প্রচার করেন, যোহরের নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার ব্যবস্থা করেন।