ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ইফতার বিতরণ করলেন প্রাণের প্রিয় খাগড়াছড়ি স্বেচ্ছাসেবী পরিবার।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে খাগড়াছড়ি শাপলা চত্বর স্থান থেকে জেলার বিভিন্ন স্থানে অসহায় গরীব দুঃখী রোজাদারের হাতে ইফতার তুলে দেন প্রাণের প্রিয় খাগড়াছড়ি স্বেচ্ছাসেবী পরিবারে খাগড়াছড়ি গ্রুপে উপদ্রেষ্টা বিশ্বজিৎ রায় ও প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের সদস্যবৃন্দরা।
এ সময় খাগড়াছড়ি গ্রুপের উপদ্রেষ্টা বিশ্বজিৎ রায় জানান আমরা প্রানের প্রিয় খাগড়াছড়ি গ্রুপ অসহায় মানুষদের পাশে আছি আরো থাকবো। তিনি আরো বলেন আগামী ২৫.২৬.২৭ তারিখ প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের উপদ্রেষ্ঠার প্রতিষ্ঠান উদ্বোবন উপলক্ষে ও ৩১ তারিখ ইফতার বিতরন ও ৭ তারিখ ঈদ কাপড় বিতরণ করবো আমরা।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ (শান্তি পরিবহন) সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ও সাংগঠনিক সম্পাদক রোকন এবং আরো উপস্থিত ছিলেন ও প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের সদস্যবৃন্দ।