মাহমুদুল হাসান,
রামগড়,(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে রামগড়ে শীতবস্ত্র বিতরণ শুরু
গত কাল ১৩ ডিসেম্বর ২০২৪ ইং, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়ার পক্ষে মো. রায়হানের সৌজন্যে রামগড়ের মাষ্টার পাড়া, কালাডেবা ও শম্প্রুপাড়ায় শীতবস্ত্র বিতরণের প্রথম দিন অনুষ্ঠিত হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক শাহ আলম বাদশা এবং জামাল শামিম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, মারমা ঐক্য পরিষদ নেতা লাব্রে মারমা এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনসহ যুবদলের বিভিন্ন নেতাকর্মী।
বিএনপির এই উদ্যোগে শীতার্ত মানুষদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যাপক সাড়া ফেলেছে। নেতাকর্মীরা এ কার্যক্রমকে মানুষের পাশে থাকার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।