
ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধ
খাগড়াছড়ি জেলার পানছড়ি বাজারে আগুন লেগে ৩টি দোকান ও মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) দুপুর আঁড়াইটার দিকে এই আগুন লাগে। পরে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট ইউনিট ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আসে।।আগুনে পুড়ে ৩টি দোকানের মধ্যে রয়েছে জনপ্রিয় হোটেল,মনির ক্রোকারিজ, মামুন হোসেন মুদির দোকান।
এতে প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাজার ব্যবসায়ীদের কাছ থেকে প্রাথমিক সূত্রে জানা যায়। তবে আগুন কোথায় থেকে লেগেছে তার কোন সূত্র পাওয়া যায়নি।
পানছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বিজন বিশ্বাস বলেন, আমরা আগুন লাগার ঘটনা শুনার সাথে সাথে পানছড়ি বাজারে ছুটে আসি। এতে আমাদের দুইটি ইউনিটের ১৬ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে জানাবো।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার অনজন দাশ বাজারে আগুণ লেগে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতিতে দুঃখ ও সমবেদনা প্রকাশ করেন। এবং উপজেলা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব সহ রাজনৈতিক নেতৃবৃন্দ।