ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি পার্বত্য জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান
খেজুর বাগান এবতেদায়ী স্বতন্ত্র মাদ্রাসার শিক্ষার গুণগত মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অভিভাবক সমাবেশ ২০২৪ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি-২৪) সকাল ১১ টায় মাদ্রাসার সেমিনার কক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেজুর বাগানে স্বতন্ত্র একতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হেলাল, নির্বাহী সদস্য সাংবাদিক মোঃ আব্দুর রহিম হৃদয়।
এসময় বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ ও জাতির ভবিষ্যৎ। আজকের শিশু শিক্ষার্থীরা লেখা পড়া শেষ করে দেশ ও রাষ্ট্রের কাজে নিজেকে নিয়োজিত রাখবে। অবিভাকদের উদ্দেশে আরও বলেন, আপনারা সন্তানকে ঠিক মতো লেখাপড়া করার আগ্রহী হতে হবে। সে ক্ষেত্রে পিতা-মাতাদের সন্তানদের দিকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আবুল কাশেম,মোঃ সোহেল,ইউনুছ সওদাগর,মাহতাব হোসেন,সামছুল আলম সকল অবিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।