খাগড়াছড়িতে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় জোনের উদ্যোগে স্থানীয় অসহায় পাহাড়ি বাঙ্গালির মাঝে নগদ অর্থ, শাড়ি ও কম্ব বিতরণ করা হয়েছে। সকালে ৪৩ বিজিবি সদর দপ্তর সংলগ্ন নুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী এলাকার অসহায় দুস্থ পরিবারের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন। মানবিক সহায়তার মধ্যে রয়েছে ২০টি শাড়ি, ৮০টি কম্বর, ১১ জন দুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা ও স্কুল শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ।
এসময় জোন অধিনায়ক বলেন, রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি – বাঙ্গালীর জীবন যাত্রার মান উন্নয়নে রামগড় জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে। অনুষ্ঠানে ৪৩ বিজিবির সহকারী পরিচালক রাজু আহম্মেদসহ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।