মাহমুদুল হাসান, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় পৌরসভার গর্জনতলী এলাকায় গাঁজা ও ইয়াবা সহ কান্ত মজুমদার ওরফে কান্ত শিল (২২) ও হৃদয় কান্তি দে (২২) নামে দুই মাদক ব্যবসায়ী কে আটক করেছে রামগড় থানা পুলিশ।
গতকাল সোমবার (২০ মে) গভীর রাতে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর এর সার্বিক দিক-নির্দেশনা ও রামগড় থানার ওসি দেব প্রিয় দাশের নেতৃত্বে থানার এসআই (নিঃ) মোঃ মহসিন মস্তোফা, মোঃ আজিমুল হক সহ সঙ্গীয় ফোর্সের রাত্রিকালীন টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে রামগড় পৌরসভার কান্ত মজুমদার ওরফে কান্ত শিল, পিতা-মৃত সমির মজুমদার ও হৃদয় কান্তি দে, পিতা- অমল কান্তি দে ,উভয় গ্রামঃ গর্জনতলী , ৩ নং ওয়ার্ড জনৈক সিদ্দিকের বাড়ির সামনের পাকা রাস্তা হতে ১ কেজি গাঁজা ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদেরকে আটক করা হয়।
রামগড় থানার ওসি দেব প্রিয় দাশ জানান, আটককৃত আসামীদের বিরুদ্বে রামগড় থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করিয়া উক্ত আসামীদেরকে আদালতে সোপর্দ করা হইয়াছে।
এছাড়াও তিনি জাতীয় দৈনিক সরেজমিন বার্তা কে জানান, মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে আছে ও থাকবে।