আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা উপজেলার সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাটিরাঙ্গা বাজারের জমাউ রাখাইন স্টোর নামে একটি কসমেটিকস দোকানের মালিক মংপ্রুরি রাখাইনের শরীর তল্লাশিকালে পরনের জ্যাকেটের পকেটে মিলে দুই হাজার পিস ইয়াবা।
এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে করা হবে জানিয়েছেন ডিএনসি’র সহকারী পরিচালক।
অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও যামিনিপাড়া ২৩ বিজিবির একটি টিমসহ গঠিত টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।