খাগড়াছড়ি প্রতিনিধি।
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার উল্টাছড়ি আর্য্যপুরুষ শীলানন্দ ধর্মোদয় বিহারে ৭জন শিষ্যের স্থবির বরণ অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক ছিলেন “অনুবুদ্ধ” ভদন্ত শীলানন্দ মহাস্থবির (ধুতাঙ্গ ভান্তে)। অনুষ্ঠানে ধর্মীয় পাঠ করান আর্য্য স্মৃতি ভিক্ষু। এসময় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার, সংঘদান সহ ধর্মদেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যানমিত্র বড়ুয়া, নিলোৎপল খীসা, কায়াংঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, বিশিষ্ট দায়ক অঞ্জন কুমার বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য, বৌদ্ধ ধর্মীয় গুরু ভদন্ত শীলানন্দ মহাস্থবিরের হাতে এবার অপ্রমত্ত ভিক্ষু, প্রজ্ঞাবান ভিক্ষু, সত্য দর্শন ভিক্ষু, আত্ন গুপ্ত ভিক্ষু, অপ্রমেয় ভিক্ষু, সম্যক স্মৃতি ভিক্ষু, শান্ত ইন্দ্রিয় ভিক্ষু স্থবির বরণে অভিসিক্ত হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার পুণ্যার্থির সমাগম ঘটে