সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

খাগড়াছড়িতে ৮ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা।

Logo
ডেস্ক রিপোর্ট বৃহস্পতিবার, ১৫ ২০২৪, ৮:৩৫ অপরাহ্ণ

ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

 

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ
সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা ওঅগ্নিসংযোগের ঘটনায় সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাকে প্রধান আসামি করে ৮ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে।

আজ বৃস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: ফখরুল ইসলাম মামলা গ্রহণ করার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

উল্লেখ, গত ৪ আগস্ট শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগের কর্মীরা খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার বাসভবনে হামলা চালিয়ে ভাংচুর, লুটপাট চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

ADVERTISEMENT

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “জ্ঞান – বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়” এই স্লোগানকে সামনে রেখে লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ সদর উপজেলায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা করা হয়। সোমবার ২০ জানুয়ারি বেলা …

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : বিএনপির নেতার সাথে আওয়ামী লীগের দুই নেতার খাম বিনিময়ের পুরোনো একটি ছবি ফেসবুকে শেয়ার করার জেরে পটুয়াখালীর রাঙ্গাবালী …

(চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদাতাঃ কুমিল্লার চৌদ্দগ্রামে একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় মোঃ বেলাল হোসেন (৪০) নামে প্রাণ কোম্পানীর একজন সেলস্ রিপ্রেজেন্টেটিভ (এসআর) নিহত হয়েছে। …