ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি জেলা মাটিরাঙ্গা থানার বিশেষ অভিযানে
৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
এই ধারাবাহিকতায় অদ্য ১০/০২/২০২৪ খ্রি., ২২.২৫ ঘটিকায় মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৫নং ওয়ার্ডস্থ মাটিরাঙ্গা কোয়ার্টার পাড়া টু মাটিরাঙ্গা গার্লস স্কুল গামী কাচা রাস্তা সংলগ্ন জনৈক মোঃ ইউনুস আলীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে আসামী মোঃ সাইফুল ইসলাম(২৪), পিতা- নুরুল ইসলাম(পিসি), মাতা- নুরজাহান বেগম, সাং-আদর্শগ্রাম, ০৪ নং ওয়ার্ড, মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলা’কে ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে