খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আসামী গ্রেফতার।
খাগড়াছড়ি জেলার সামাজিক পরিবেশ স্বাভাবিক রাখার লক্ষ্যে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম(বার) মাদক ও চোরাকারবারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন ।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মহোদয় এর নির্দেশনায় এবং দক্ষ নেতৃত্বে খাগড়াছড়ি জেলার সকল স্থানে পুলিশি অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এই ধারাবাহিকতায় আজ ০৬/০৩/২০২৪ খ্রি., রাত ০৩.৩০ ঘটিকায় মাটিরাঙ্গা থানার একটি চৌকস আভিযানিক দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য/অবৈধ অস্ত্র/চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী ০১। মোঃ মকবুল হোসেন (৬০), পিতা-মৃত জাহের মিয়া, মাতা-মৃত সাফিয়া খাতুন, ২। সৈয়দ রাশেদ(৪০), পিতা-শামসুল হক, মাতা-রোকিয়া বেগম@রোফিয়া বেগম, উভয় সাং-রসুলপুর, ০৯নং ওয়ার্ড, উভয়ে মাটিরাঙ্গা পৌরসভা, থানা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি পার্বত্য জেলাদ্বয়কে গ্রেফতার করে ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা মূলে জব্দ করতঃ বর্ণিত আসামীদ্বয়কে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে গ্রহন করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।