মোঃ আব্দুর রাজ্জাক সুমন,
মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে সরকারী শুল্ককর ফাঁকি দিয়ে সীমান্ত পথে চোরাচালান করা ১৪ লক্ষ টাকার বিদেশি সিগারেটের একটি বড় চালান জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন।
৭ জানুয়ারি (মঙ্গলবার) মাটিরাঙ্গা সেনা জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র কাভার্ড ভ্যানে করে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামের দিকে ভারতীয় অবৈধ সিগারেট পাচার করছিল। এই তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোনের আরপি গেইট সংলগ্ন চেকপোস্টে তল্লাশি চালিয়ে চালানটি জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে অরিস ব্র্যান্ডের ৪২৬ কার্টুন (৪২৬০ প্যাকেট) এবং পেটরন ব্র্যান্ডের ২৬৯ কার্টুন (২৬৯০ প্যাকেট)। এর বাজারমূল্য আনুমানিক ১৪ লক্ষ টাকা।
মাটিরাঙ্গা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান পিএসসি জানান, জব্দকৃত সিগারেটগুলো সীতাকুণ্ড কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি অবৈধ চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সেনাবাহিনীর এমন সফল অভিযানের মাধ্যমে চোরাচালান প্রতিরোধে তাদের তৎপরতা আবারও প্রমাণিত হলো।