ফারহানা আক্তার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেলে খাগড়াছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়েরর উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র এসব ক্ষতিগ্রস্তদের মাঝে এসব খাদ্যশস্য ও আর্থিক সহায়তা প্রদান করেন। আর্থিক সহায়তা প্রধানকালে উপদেষ্টা বলেন আপনারা আইন হাতে তুলে নেবেন না। কেউ অপরাধী হলে পুলিশের কাছে সোপদ করুন। সকলের নিরাপত্তার জন্য এখানে পুলিশ প্রশাসন সহ সকল প্রশাসনকে বলেছি।আমি যে আত্মিক সহায়তা দিচ্ছি তা আরো দুই তিন মাস অব্যাহত রাখবো । নিহত পরিবারদেরকে আমরা পরিবারকে এক লক্ষ টাকা করে দিয়েছি। আমরা এসব নিহত পরিবারদের খোজ খবর রাখবো। এখানে পাহাড়ি বাঙালি সকলে আমরা শত বছর ধরে বসবাস করছি আমরা সকলে শান্তি চাই। খাগড়াছড়িতে সাম্প্রতিক সময়ে সহিংসতা ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ২শত টি পরিবারের মাঝে এসব সহায়তা করা হয়েছে। পরবর্তীতে আরো ৩শত পরিবারকে দেওয়া হবে। পরে সহিংসতার ঘটনায় নিহত তিন পরিবারকে ১লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নিহতরা হলেন, জুনায়ন চাকমা, মো. মামুন ও রুবেল ত্রিপুরা। আত্মিক সহায়তা বিতরণ কালে পার্বত্য চট্টগ্রাম বিষয় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপদেষ্টার একান্ত সচিব কংকন চাকমা জেলা প্রশাসক শহিদুজ্জামান পুলিশ সুপার আরেফিন জুয়েল ওসদর ইউএনও সুজন চন্দ্র রায় উপস্থিত ছিলেনঅআথিক সহায়তা প্রদান শেষে উপদেষ্টা মহাজন পাড়া পান খাইয়াপাড়া সড়কে যেসব দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তা পরি দর্শন করেন ও দোকানিদের সাথে কথা বলেন। ADVERTISEMENT