ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
(০৫) সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি পৌরসভা কর্তৃপক্ষের আয়োজনে সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসকের স্থানীয় সরকার উপ-পরিচালক ও খাগড়াছড়ি পৌরসভা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও নিউজ ২৪ টেলিভিশন এর সাংবাদিক মোঃ জহুরুল আলম, বাংলা ভিশন এর সাংবাদিক এইচ.এম.প্রফুল্ল, শাহরিয়ার ইউনূস, সমির মল্লিক, মোবারক হোসেন সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী গণ পৌর শহরের বিভিন্ন সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা করেন।
এছাড়াও অতিরিক্ত পৌর কর, ফুটপাত দখল, খাগড়াছড়ির ৯ ওয়ার্ডের পৌর কাউন্সিলর-মেয়রের নিজ স্বার্থে সড়ক সম্প্রসারণ, কালভার্ট নির্মাণ, অনিয়ম-দুর্নীতি, বৈষম্য,নানা অভিযোগসহ পরামর্শ তুলে ধরেন।