
ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবারদু দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেছে।
স্মারকলিপিতে বলা হয় উপজাতীয় সন্ত্রাসীরা শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবির কথা স্মারকলিপিতে তুলে ধরা হয়। স্মারকলিপিতে আরো উল্লেখ করা হয় অন্যথায় লাগাতার অবরোধ, হরতাল সহ কঠোর কর্মসূচি ঘোষণা দেয়া হবে। সাধারণ শিক্ষার্থীর পক্ষে মোঃ সোহেল রানা স্মারকলিপিতে স্বাক্ষর করেন ।
উল্লেখ্য গত মঙ্গলবার নিজ প্রতিষ্ঠানে শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করা হয় ।