সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Logo
Desk Report 2 শনিবার, ১৪ ২০২৪, ১:৩২ অপরাহ্ণ

ফারহানা আক্তার,

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়িতে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পরিকল্পিতভাবে দেশের বুদ্ধিজীবীদের হত্যার তাৎপর্য তুলে ধরেন, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা (পৌর প্রশাসক), জেলা প্রশাসক রোমানা আক্তার (শিক্ষা ও আইসিটি),জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম সহ আরও অনেকেই।

এ সময় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শহীদ বুদ্ধিজীবীদের অবদান ও তাঁদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা সংগ্রামে তাঁদের অমূল্য ভূমিকা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। দেশের বরেণ্য শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, শিল্পী, শিক্ষকসহ বিশিষ্ট ব্যক্তিদের তাদের বাড়ি থেকে তুলে নিয়ে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে নির্যাতন ও হত্যা করা হয়।
সভায় বক্তারা আরো বলেন, বুদ্ধিজীবী দিবস আমাদের ইতিহাসের এক গৌরবময় অধ্যায় এবং শহীদদের স্মৃতি অক্ষুন্ন রাখার জন্য সবারর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

ADVERTISEMENT

রোকন বিশ্বাসঃ   বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সকল নেতাকর্মীরা পাবনা গণপূর্ত অধিদফতর ও আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। এদিকে গণপূর্ত অফিসের নির্বাহী …

এইচ এম আমজাদ হোসেন মোল্লা ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা তৈমুর আলম রোকনের মাতা মরহুম রোশন আর স্মরণে হাজিগঞ্জ নিজ বাড়িতে মিলাত …

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রে প্রবর্তক, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …

হামিদুল ইসলাম, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে …