সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

খাগড়াছড়িতে মারমা ঐক্য পরিষদের ৭তম কাউন্সিল সম্পূর্ণ

Logo
Desk Report 2 শুক্রবার, ২০ ২০২৪, ৫:১৬ অপরাহ্ণ

ফারহানা আক্তার,

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৭তম কাউন্সিল সম্পূর্ণ হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর শাখার রাপ্রু মগের সভাপতিত্বে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা প্রমুখ।

 

এই সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বলেন, পিছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে পিছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ADVERTISEMENT

পরে মংখই মারমাকে সভাপতি , থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: বিএনপির যুগ্ন মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহব্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, জনগণ নয় ভারতের সম্পর্ক ছিল …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নিখোঁজের ৫ দিন পর আড়িয়াল খাঁ নদীতে পাওয়া গেল ‘স্কুলছাত্র অয়নের’ লাশ। রোববার বিকেলে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। আজ রোববার …

সাজেদুল হক প্রান্ত, রিপোর্টার: নরসিংদীতে ভারতীয় বিপুল পরিমাণ পণ্য কাভার্ডভ্যান ভর্তি অবস্হায় জব্দ করেছে র‍্যাব। এসময় কাঞ্চন পাল (২৭) নামে একজনকে আটক …