ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৭তম কাউন্সিল সম্পূর্ণ হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর শাখার রাপ্রু মগের সভাপতিত্বে বক্তব্য দেন, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি কংচাইরী মাস্টার, সাধারণ সম্পাদক কংজপ্রু মারমা, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা প্রমুখ।
এই সময় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও অনুষ্ঠানের প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা বলেন, পিছিয়ে আছে মারমা সম্প্রদায়। তাই অধিকার আদায়ের লক্ষ্যে সবাইকে একতাবদ্ধ হয়ে নিজেদের প্রাপ্তি আদায় করে নিতে হবে। চাকরি, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য থেকে প্রতিটি সেক্টরে নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে পিছিয়ে নয় এগিয়ে যেতে সব সময় এ সংগঠন কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পরে মংখই মারমাকে সভাপতি , থোয়াইউ মারমাকে সাধারণ সম্পাদক ও রেমাদু মারমাকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছরের জন্য ১০১ জন সদস্য নিয়ে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়