ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
শিক্ষা প্রতিষ্ঠানের ছাএ ছাএীদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা লক্ষ্যে মাদকবিরোধী অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
“মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধই সমাধান ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১ টা খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মেধা শক্তি নষ্ট করে দেয়। মাদক ব্যবহৃত নিকোটিন নামক পদার্থটি মানুষের জীবন থেকে প্রতিদিন ৫সেকেন্ড করে আয়ু কেরে নেয়।
তাই আপনার সন্তানদের মাদকের মতো এমন একটি মরণব্যাধি দ্রব্য, আত্মহননের অসৎ পথ যেন শিক্ষার্থীদের ওপর যাতে কোনো প্রভাব ফেলতে না পারে সে বিষয়ে সচেতন থাকার জন্য অভিভাবকদের আহ্বান জানানো হয়।
এই সময় মাদকদ্রব্য অধিদফতর পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডা. মো. ছাবের, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.মোসলেম উদ্দিন, প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য।