বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

খাগড়াছড়িতে “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Logo
Desk Report 2 মঙ্গলবার, ০৭ ২০২৫, ২:৪৫ অপরাহ্ণ

ফারহানা আক্তার,

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

খাগড়াছড়িতে “ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(০৭ জানুয়ারি) মঙ্গলবার সকাল ০৯.০০ টায় খাগড়াছড়ি সার্কিট হাউস সম্মেলন কক্ষে “নির্বাচনি প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি, (CBTEP)” প্রকল্পের আয়োজনে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

কর্মশালার সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

উক্ত কর্মশালায় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ-২ প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন এবং CBTEP প্রকল্প পরিচালক (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসান।

ADVERTISEMENT

কর্মশালায় ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করা হয় এবং পাহাড়ে ভোটার নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ এবং তাদের উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় ৭ টি গ্রুপে অংশগ্রহণ করেন খাগড়াছড়ি জেলার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাচন কর্মকর্তা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষকরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া অংশগ্রহণ করেন।

অন্যান্য সংবাদ

লামা (বান্দরবান) সংবাদদাতা: বান্দরবান লামা উপজেলার ৫টি ট্রাক্টর মহেশখালীতে পুড়ে দিয়েছে, সেখানকার আধিপত্য বিস্তারকারী দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা ৫টি ট্রাক্টর পুড়েছে শুধু তাই নই; …

মোঃ কামরুজ্জামান সিনিয়র রিপোর্টার: লামা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজ ও বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে লামায় বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময় …

দেলোয়ার হোসেন রাজধানীর সবুজবাগ এলাকা থেকে একটি বিদেশী পিস্তল ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- …

মোঃ আব্দুল হান্নান, আদমদিঘী উপজেলা, প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে এব; সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জিল্লুর রহমান এর …