
ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে খাগড়াছড়ি সিভিল সার্জন মিলনায়তন কক্ষে খাগড়াছড়ি সিভিল সার্জন মোঃ ছাবের এর সভাপতিত্ত্বে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে।
এসময় তিনি বলেন, সারাদেশের ন্যায় খাগড়াছড়িতে আগামী ১৫ মার্চ ২০২৫ ইং ইপিআই কেন্দ্রসমূহে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল আওতায় আনা আমাদের লক্ষ্য। যাতে শিশুরা সুস্থ থাকতে পারে। শরীরে রোধ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তিনি আরো বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী ১ লক্ষ শিশু একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ কাপসুল খাওয়ানো হবে। খাগড়াছড়িতে ৯টি উপজেলায় ১০টি স্থায়ী কেন্দ্র ও অস্থায়ী ভাবে ৯৩৮টি কেন্দ্র থাকবে। এবং মোট ১৮৯২ জন স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্য কর্মীর মাধ্যমে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এই সময় সাংবাদিক অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস, খাগড়াছড়ি প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সমির মল্লিক, কানন আচার্য্য সহ জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ।