ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
হাতে দেখলে সাদাছড়ি,এগিয়ে এসে সহায়তা করি এ শ্লোগানের মধ্যদিয়ে সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস- ২০২৪ পালন করা হয়েছে।
এ উপলক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসন,জেলা সমাজ কার্যালয়,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আলোচনা সভা,সহায়ক উপকরন বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: শহিদুজ্জামান। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন রতন খীসা,জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো: ওয়ালী উল্লাহ খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জহুরুল আলম।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগীয় প্রধান,সরকারী কর্মকর্তা,বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং প্রতিবন্ধী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি প্রতিবন্ধীদের করুনা নয়,সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ হিসেবে এগিয়ে যেতে যার যার অবস্থান থেকে সহযোগিতার অনুরোধ জানান।একই সাথে তিনি প্রতিবন্ধীদের সরকারের বিদ্যমান সুযোগ ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে আত্ননির্ভশীল হয়ে উঠার আহবান জানান।পরে দৃস্টিপ্রতিবন্দ্বীদের মাঝে সহায়ক উপকরন বিতরন করা হয়।