

খাগড়াছড়িতে বিএনপি ”র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
ফারহানা আক্তার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাজার রায় ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
(শুক্রুবার) ৪ আগস্ট বিকেলে রায় ঘোষণাকে কেন্দ্র করে খাগড়াছড়ি শহরের কলাবাগান এলাকায় দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সমবেতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়
আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন, আবু ইউছুপ চৌধুরী সহ অনান্য নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দেয়া রায়কে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন।