ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমিতে শনিবার
দুপুর ২ টায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ, খাগড়াছড়ি পার্বত্য জেলার উদ্যোগে মাদ্রাসায় শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি উপাধ্যক্ষ শেখ আহমদ মজুমদার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর অধ্যক্ষ মাওলানা শাহজাহান আল মাদানী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ মুফতি ফারুক আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলার প্রধান উপদেষ্টা অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন এবং আদর্শ শিক্ষক ফেডারেশন খাগড়াছড়ি জেলা সভাপতি অধ্যক্ষ আবুল হোসেন।
প্রধান অতিথি অধ্যক্ষ ড. শাহজাহান মাদানী তাঁর বক্তব্যে বলেন, বঞ্চিত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে কাঙ্খিত মানে পৌঁছানোর জন্য শিক্ষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শিক্ষকদেরকে আলাদা বেতন স্কেল প্রদান করতে হবে যাতে করে মেধাবীরা শিক্ষকতা পেশায় এগিয়ে আসে। পার্বত্য খাগড়াছড়ি জেলা সদরে অনতিবিলম্বে ফাজিল ও কামিল মাদ্রাসা চালু করা এবং অনুমোদন দেয়ার আহবান জানান।
সম্মেলনের প্রধান বক্তা অধ্যক্ষ মুফতি ফারুক আহমাদ বলেন, মাদ্রাসা শিক্ষার জন্য স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন করতে হবে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় বিদ্যমান কোটা প্রথার বাতিল করতে হবে। তিনি আরো বলেন, মাদ্রাসায় অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ন্যায় শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালু করতে হবে।
বিশেষ অতিথি অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, ৫ আগস্ট এর পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল ও বাংলাদেশকে একটি উন্মুক্ত কারাগার পরিণত করেছিল। এসময়ে সবচেয়ে বেশি নিগৃহীত ছিল মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। তাই এই সময়ে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাদ্রাসা শিক্ষক পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
উক্ত সম্মেলনে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা ফখরুল ইসলাম- রামগড় গনিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা, মাওলানা সাইফুল ইসলাম- অধ্যক্ষ তবলছড়ি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, মাওলানা মহি উদ্দিন- অধ্যক্ষ খাগড়াছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, মাওলানা জয়নুল আবদীন- সুপারিনটেনডেন্ট গুইমারা দাখিল মাদ্রাসা, মাওলানা আজিজ উদ্দিন – সুপারিনটেনডেন্ট রশিকনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রমূখ।