
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
ফারহানা আক্তার
খাগড়াছড়িতে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় দুই লক্ষ টাকা মূল্যের বিদেশী সিগারেট আটক, গ্রেফতার এক।
খাগড়াছড়ি জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার সদর থানাধীন ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৪/০২/২০২৪ খ্রি. ১৮.১০ ঘটিকায় খাগড়াছড়ি সদর থানাধীন ০৫নং ভাইবোনছড়া ইউপিস্থ ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির বিপরীত পার্শ্বে মাসুদের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর আসামী তনয় চাকমা (২৭), পিতা- বরেন্দ্র চাকমা, মাতা- জড়িতা চাকমা, সাং- চিত্তরঞ্জনপাড়া, ০৫নং ভাইবোনছড়া ইউপি, থানা- খাগড়াছড়ি সদর, জেলা- খাগড়াছড়ি পার্বত্য জেলা’কে একটি সবুজ রংয়ের ব্যাটারী চালিত ইজিবাইক/টমটম নিয়ে পলায়নের চেষ্টাকালে ধৃত করে। অভিযুক্ত ব্যাক্তির দেহ ও ইজিবাইক/টমটম তল্লাশীকালে ইজিবাইক/টমটমের ছাদের পর্দার নিচে রক্ষিত সারিবদ্ধভাবে ১৯১ কার্টুন/বক্স SILVER NANO ORIS ব্র্যান্ডের বিদেশী সিগারেট যার মূল্য (১৯১X১০০০) = ১,৯১,০০০/- (এক লক্ষ একানব্বই হাজার) টাকা পেয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। সে জব্দকৃত সিগারেটের প্যাকেটগুলো সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে জানায়। তৎক্ষণাত উক্ত সিগারেটের প্যাকেটগুলো সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। বর্ণিত ঘটনার বিষয়ে আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।