
ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ সহ প্রতিবন্ধী শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ০৯ টায়,খাগড়াছড়ি জেলার শালবন কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা। এই সময় তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রাপ্য সম্মান দিন, এরা আমাদের সন্তান ও আমাদেরই স্বজন। প্রতিবন্ধী মানুষ আপনার আমার সহায়তায় সৃষ্টিশীল অনেক কিছু করতে পারে, প্রতিবন্ধীরা
আমাদের সমাজেরই একটি অংশ, এই প্রতিবন্ধীদের উন্নয়নে আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করা প্রয়োজন।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখার ইসলাম খন্দকার ,পুলিশ সুপার আরিফীন জুয়েল , এই আরো উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী অফিসার ও সদর উপজেলা প্রতিবন্ধী অফিসার, প্রতিবন্ধী স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ প্রতিবন্ধী শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকগন।