ফারহানা আক্তার, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি -১৯০০ বাতিল এবং কে এন এফ এর সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্মূল যৌথবাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫মে) সকাল সাড়ে ১০ টা খাগড়াছড়ি এফ এন এফ রেস্টুরেন্টে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটি ও খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এই সংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান তিনি বললেন হিলটেক্স ম্যানুয়াল -১৯০০ শাসন বিধি বাতিলের রায় বলবৎ ও বান্দরবানে কেএনএফ সন্ত্রাসী কর্মকাণ্ডের নির্মূল যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রাখার দাবি জানান। ২০১৮ সালে আদালতে মৃত আইন হিসেবে ঘোষিত ১৯০০ সালের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি বাতিলের সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবী জানান ও সন্ত্রাসী সংগঠন কেএনএফ এর সাথে কোন ধরণের সংলাপ চলবে না বলে হুঁশিয়ারি দেয়া হয়। একই সাথে পার্বত্য চট্টগ্রাম থেকে প্রত্যাহারকৃত সেনাবাহিনীর সকল ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।
এ সময় উপস্থিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার চেয়ারম্যান, কাজী মজিবুর রহমান এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ আলমগীর কবির, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মোঃ লোকমান হোসেন,ও সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোক্তাদির হোসেন,আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার মহিলা নেতৃবৃন্দ,এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিতি ছিলেন।