ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
খাগড়াছড়িতে নবাগত পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়।
মতবিনিময় সভায় সাংবাদিকরা জেলার সমসাময়িক ঘটে যাওয়া তথ্য নির্ভর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
উত্তরে পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান,
পুলিশ সুপার আইনশৃঙ্খলার উন্নয়ন, জনসাধারণের নির্ভয়ে চলতে পারবেন বলে মন্তব্য করে বলেন, কোন বিষয়ে সমস্যা হলে আপনারা আমাকে ফোনে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব।
উক্ত মতবিনিময় সভায় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল ইসলাম তফিক, মোঃ জসীম উদ্দিন, খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল বাতেন মৃদা, প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট জসীমউদ্দিন মজুমদার, যুগ্ম সম্পাদক সমির মল্লিক, প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।