ফারহানা আক্তার
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
“তথ্যই শক্তি, জানবো জানাবো, দুর্নীতি রুখবো” প্রতিপাদ্যে আগামী ২৭ নভেম্বর তথ্য মেলা ২০২৪ আয়োজনের প্রস্তুতি বিষয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ি একটি প্রেস ব্রিফিং আয়োজন করেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় খাগড়াছড়ি জেলা শহরের সুইচ গেইট সংলগ্ন সনাক কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে তথ্য মেলার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন টিআইবি-চট্টগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর জসীম উদ্দিন। মেলার বিস্তারিত তুলে ধরেন সনাক সদস্য মধুমঙ্গল চাকমা।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন সনাকের সদস্য অংসুই মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সনাক সদস্য মোঃ জহুরুল আলম, সিনিয়র সাংবাদিক আবু তৈয়ব, সাংবাদিক মোঃ আব্দুর রউফ, রিপন সরকার, রফিকুল ইসলাম, চাইথোয়াই মারমা, লোকমান হোসেন, টিআইবি-খাগড়াছড়ির কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমানসহ সনাকের এসিজি এবং ইয়েস সদস্যবৃন্দ।
তথ্য মেলা ২০২৪-এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সনাকের সহ-সভাপতি বেলা রানী দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাবের, এবং পৌরসভার প্রশাসক নাজমুন আরা সুলতানা।
তথ্য মেলার কর্মসূচির মধ্যে রয়েছে: সকাল ৯টা: র্যালি; সকাল ৯টা ৩০: মেলা উদ্বোধন; সকাল ৯টা ৪৫: তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক আলোচনা সভা; সকাল ১০টা ৪৫: স্বাস্থ্যসেবা নিয়ে আলোচনা সভা; দুপুর ১২টা: স্যাটেলাইট ক্যাম্প ও কুইজ প্রতিযোগিতা; দুপুর ১টা ৪৫: সরকারি সেবায় নাগরিক উদ্বুদ্ধকরণ; বিকাল ২টা ৪৫: যুব উন্নয়ন কার্যক্রম উপস্থাপন; বিকাল ৩টা ৪৫: সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও সমাপনী।
তথ্য মেলা ২০২৪-এর মাধ্যমে জনগণের মাঝে তথ্য অধিকার ও সেবার প্রতি সচেতনতা বৃদ্ধি করা এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।