ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ি – চট্টগ্রাম মহাসড়কের জিরো মাইল এলাকার কাছাকাছি স্থানে সিমেন্ট বোঝায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়, আহত হয়েছে একজন।
সকাল ৭ঃ৩০ দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিমেন্ট বোঝায় ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে শহরের প্রবেশ মুখে জিরোমাইল এলাকার কাছাকাছি স্থানে পৌঁছালে বিপরীতমুখী থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালাক ফিরোজ (২০) লামা বান্দরবান জেলা নিহত হয়। আহত হয়েছে রাকিব কাজী( ৪৫) চলক পুর গোপালগঞ্জ জেলা। পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছে। চট্টমেট্রো
(ট ১২০২৫৯) ট্রাকটির চালক হেলপার দুজনেই পলাতক।
ADVERTISEMENT
37