খাগড়াছড়িতে জমকালো আয়োজনে ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
ফারহানা আক্তার
খাগড়াছড়িতে জমকালো আতশবাজি, কেক কাটা সহ ব্যতিক্রমী আয়োজনে “উপজেলা সিক্সে-৬ সাইড ক্রিকেট টুর্নামেন্ট”র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এই খেলাকে ঘিরে তরুণ ক্রীড়ামোদীদের মেলা বসে। ব্যতিক্রমী এ আয়োজন দেখতে আশপাশের এলাকা থেকে দর্শকরা মাঠে এসে হাজির হন।
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে খাগড়াছড়ি সদর “উপজেলা যুব সংঘে”র উদ্যোগে বৃহস্পতিবার (১৪সেপ্টেম্বর) বিকাল ৩ টায় খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলায় সভাপতি- সাংবাদিক আব্দুর রহিম হৃদয় ও প্রধান অতিথি ২ নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মানিক পাটোয়ারী এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন।
এসময় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক রবীন্দ্র লাল বড়ুয়া,খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক মনির হোসেন,মোঃ দেলোয়ার হোসেন,মোঃ সাইফুল ইসলাস স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ফাইনাল ম্যাচে সততা লাইটিং ও হেভেন স্টার ক্রিকেট টিম অংশগ্রহণ করে।
খেলায় টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভার শেষে হেভেন স্টার ৯৩ রান সংগ্রহ করে। জবাবে সততা লাইটিং ক্রিকেট টিম নির্ধারিত ওভার শেষের আগেই ৯৪ রানের টার্গেট ফিলাপ করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন মোঃ মাহিম উদ্দিন রাজু। টুর্নামেন্টের সেরা বোলার হন মোঃ সেলিম। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ও
ম্যান অফ দা ফাইনাল মোঃ সাহাব উদ্দিন।