শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

খাগড়াছড়িতে কিশোর হৃদয় হত্যাকাণ্ডের দায়ে তিনজনের যাবজ্জীবন

Logo
Desk Report 2 রবিবার, ১০ ২০২৪, ৫:১৩ অপরাহ্ণ

ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

১৩ বছর আগে খাগড়াছড়ির দীঘিনালায় নুরুল ইসলাম হৃদয় নামের এক কিশোরকে হত্যার ঘটনায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

(১০) ডিসেম্বর রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা দেন।

রায়ে কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয় আসামিদের। অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

যাবজ্জীবন পাওয়া আসামিরা হলো— দীঘিনালা বেতছড়ি এলাকার আক্তার হোসেন, আসাদুল ইসলাম ও মোবারক হোসেন। এরা সবাই বর্তমানে পলাতক আছে।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় নুরুল আলম, মো. আরিফ হোসেন, আমজাদ হোসেন, শফিক মিয়াকে বেকসুর খালাস দেন আদালত।

আদালতের রায়ে বলা হয়, ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে মসজিদের সামনে থেকে বইমেলায় নিয়ে যাওয়ায় কথা বলে আসামিরা নরুল ইসলাম হৃদয়কে অপহরণের পর হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা মো. আ. ছালাম বাদী হয়ে ওই বছরই দীঘিনালা থানায় মামলা করে। পরে ২০১৩ সালে চার্জশিট জমা দেয় পুলিশ। ১৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে এ রায় দেয়া হয়।

ADVERTISEMENT

এইচ এম আমজাদ হোসেন মোল্লা   বৃহস্পতিবার সন্ধ্যায় ৫ঃ৩০ ঘটিকায় গ্র্যান্ড, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকায় বিকেএমইএর বিশেষ বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত …

মোজাহের ইসমাইল নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে এক কৃষককে কোদালের ডান্ডা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। …

সাজেদুল হক প্রান্ত , রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার হুমকির মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় জাতীয় দৈনিক …

পার্বত্য বান্দরবানের লামায় উপজাতি বাঙালি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী একটি চক্র বেপরোয়া হয়ে উঠেছে। এরা লাগামহীনভাবে মানুষের সম্পদ লুট করে চলছে। অক্টোবর-২৪ লামা উপজেলা …