
ফারহানা আক্তার,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়েছে। এতে প্রতিপাদ্যের বিষয় ছিল “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”।
(১০ফেব্রুয়ারি) সোমবার ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়াসংস্থা’র আয়োজনে প্রথম বিভাগ ক্রিকেট লীগ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রাষ্ট্রদূত (অব:) সুপ্রদীপ চাকমা এবং এ সময় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।
প্রথম বিভাগ ক্রিকেট লীগ টুর্নামেন্ট ১০ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৭ফেব্রুয়ারি পর্যন্ত ১৮দিনব্যাপি চলবে। এ টুর্নামেন্টে ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ খেলায় জেলার ৮টি দল অংশ নিচ্ছে।
অন্যদিকে দুপুরের সার্কিট হাউসে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অ-১৭)-২০২৫ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে খাগড়াছড়ি বালিকা (অ-১৭) দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কংকন চাকমা, পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল,জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদসহ আরও অনেকে।