মোঃ আলমগীর হোসাইন, নিজস্ব প্রতিবেদকঃ
আজ কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব, পিয়াস চাকলাদারের জন্মদিনটি দলীয় নেতৃবৃন্দের এক মিলন মেলায় পরিণত হয়েছিল।
স্থানীয় সময় শুক্রবার রাত ১২ টায় তার নিজ বাড়ির আঙ্গিনায় ৩৫তম জন্মদিন আয়োজিত হয় এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে।
এতে আগত সবস্তরের মানুষের ভেতর ছিলেন জনাব, মোঃ মনির হোসেন, সহ-শিল্প বিষয়ক সম্পাদক, কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টরাও।
জন্মদিনের এ অনুষ্ঠানে অন্যান্যদের ভেতর কথা বলেন জনাব, মোঃ সালাম তালুকদার, সদস্য কোনাবাড়ী মেট্রো থানা বিএনপি। তিনি তার বক্তব্যে বন্ধুত্বের ব্যাখ্যা দেয়ার পাশাপাশি জনাব, মোঃ পিয়াস চাকলাদারের পরিচয় তুলে ধরেন। প্রাঞ্জল ভাষণে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন জনাব, মোঃ ফজলে রাব্বি, সাবেক যুগ্ম-আহ্বায়ক কোনাবাড়ী মেট্রো থানা ছাত্রদল। সুচিন্তিত বক্তব্যে জরুরী কিছু কথা তুলে ধরেন জনাব, মোঃ জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, ৭নং ওয়ার্ড বিএনপি।
সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে জনাব, পিয়াস চাকলাদার বলেন, কোন একটা দেশের প্রতি আল্লাহর অসীম রহমত থাকলেই কেবল সে দেশের মানুষের জন্য আল্লাহ একজন মহান নেতা পাঠান, একজন আদর্শ দেশপ্রেমিক পাঠান যে কিনা জন্মই নেয় কেবল ওই দেশকে গড়ে তোলার জন্য, সে নেতা কেবল নিজের দেশের জন্যই জীবন দিতে পারে, সে নেতা বদলে দিতে পারে তার জনগনের স্বপ্ন,জীবনধারণ, সে নেতা কেবল এনে দিতে পারে মুক্তি আর মুক্তি, শান্তি আর সমৃদ্ধি ! সে নেতাই ওই দেশের জনগনকে স্বাধীন করে,পৃথিবীর বুকে মাথা উচু করে বাঁচার জন্য একটি মানচিত্র উপহার দিতে পারে !আর পারে নিজের দেশকে,জনগনকে অসম্ভব পরিমান ভালোবাসতে।
তিনি আরও বলেন আমি বিশ্বাস করি এবং আমি খুব আস্থার সাথে বিশ্বাস করি সৃষ্টিকর্তা আমাদের দেশের জন্য সে নেতা হিসেবে মেজর জেনারেল জিয়াউর রহমানকে পাঠিয়েছিলেন আর যার কল্যাণে আজকের এই দেশ, স্বাধীন বাংলাদেশ !
এছাড়াও অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন এনামুল হক, সহ-যুব বিষয়ক সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি, রনি শিকদার, সহ-প্রচার সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি, নওফিল রাব্বি, সভাপতি প্রার্থী ৭নং ওয়ার্ড ছাত্রদল।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জনাব, মোঃ শুকুর শিকদার, প্রতিষ্ঠাতা শিকদার প্রি-ক্যাডেট হাই স্কুল। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ সহ আরো অনেকে।