কেরানীগঞ্জ ছাতিরচরে সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর আদলে ইফতার বিতরণ।
হাসান আলী:
কেরানীঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সহযোগিতায় ও ছাতির চর সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচালনায় এবং অত্র এলাকার সমাজ সেবক ও আওয়ামী-লীগ নেতা আব্দুল বারেকের তত্ত্বাবধানে
প্রায় ১০০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে।
উক্ত সংগঠনের আদলে গরিব-দুঃখী অসহায় ও দিনমজুরদের মাঝে, যারা সারাদিন রোজা রাখার পর, তৃপ্তির সাথে ইফতার করতে পারে না তাদের কথা চিন্তা করে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেকের উপস্থিতিতে ইফতার বিতরণ শুরু করা হয়।
আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক অসহায় গরীব দুঃখী মানুষের উদ্দেশ্যে বলেন- উক্ত আয়োজনে মা ও মাটির ঘ্রাণ পাওয়া যায়, যারা এখানে এসেছেন সবাই আমার জন্য দোয়া করবেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষ্যে ছাতিরচর সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এক বিশেষ ভূমিকা রেখেছে। তারা ক্ষুধামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এর পর যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন তারই অংশ হিসেবে উক্ত সংগঠনের এই আয়োজন বলে আমার ধারণা।
তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী নির্বাচনে সবাইকে নৌকার পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আওয়ামী লীগের সাথে থাকার জন্য আহ্বান করেন।