
কেরানীগঞ্জ ছাতিরচর সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি লিঃ এর আদলে লঙ্গরখানায় খাবারের আয়োজন অনুষ্ঠিত।
আজ ৭ জুলাই, মাসের প্রথম শুক্রবার, কেরানীঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদের সহযোগিতায় ও ছাতির চর সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচালনায় এবং অত্র এলাকার সমাজ সেবক ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী-লীগের সহ-সভাপতি আব্দুল বারেকের তত্ত্বাবধানে লঙ্গরখানায় খাবারের আয়োজন করা হয়েছে।
এবারের খাবারের তালিকায় রয়েছে রুই মাছ ভাঁজা,সবজি ও মুড়িঘণ্ট। প্রতিবার ভিন্ন ধরনের আয়োজন থাকে খাবারের তালিকায়।
এছাড়া লঙ্গরখানর আদলে নতুন উদ্যোগ গ্রহন করেছেন ১৩০ জন সদস্যের সভাপতি মোঃ বিল্লাল হোসেন।
বিল্লাল প্রতি মাসে সমবায় সমিতি লিঃ এর পক্ষ থেকে নিন্মবিত্ত সদস্যের মাঝে ১টি করে গরু অনুদান দিয়ে আসছেন। ইতমধ্যে ৩ মাসে ৩ জন সদস্যকে গরু অনুদান দিয়েছেন এবং প্রতি মাসে লঙ্গরখানার খাদেমদারী ও রান্নার আয়োজনে যে সকল পুরুষ ও মহিলারা কাজ করে আসছেন তাদের পাঞ্জাবী,লুঙ্গি, সেলোয়ার কামিজ ও শাড়ি কাপড় উপহার বিতরণ করেন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান কালে সভাপতি বিল্লাল হোসেন কেরানীগঞ্জ কলাতিয়া ইউনিয়নের হতদরিদ্র ও দিনমজুর খেটে খাওয়া মানুষের উন্নয়নের কথা বলেন।
প্রভাবশালী, জন-প্রতিনিধি ও বিত্তবানদের আহ্বান জানান এই হতদরিদ্র মানুষগুলোর পাশে দাঁড়ানোর। এছাড়াও তিনি আরো বলেন, প্রতি মাসের প্রথম শুক্রবার লঙ্গরখানায় ১৩ থেকে ১৪ শত লোকের যে খাবারের আয়োজন করা হয়,তাদের খাবার খাওয়ানোর মতো নিজস্ব কোন জমি নেই।এই হতদরিদ্র লোক গুলোর খাবারের আয়োজন এর জন্য এক টুকরো জমির দাবি জানান কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামিলীগের সহ-সভাপতি আবদুল বারেকের মাধ্যমে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহামেদের কাছে।
পরিশেষে সকলকে অসহায়, হতদরিদ্র ও খেটে খাওয়া দিনমজুর মানুষদের পাশে সহানুভূতি ও সাহায্যের হাত বাড়িয়ে পাশে থাকার জন্য আহবান জানান তিনি।
বক্তৃতায় আব্দুল বারেক বলেন- উক্ত আয়োজনে মা ও মাটির ঘ্রাণ পাওয়া যায়, গ্রামের মানুষের সরলতা আমাকে ও এলাকাবাসীকে মুগ্ধ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার সোনার বাংলা গড়ার লক্ষ্যে ছাতিরচর সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এক বিশেষ ভুমিকা রেখেছেন। তারা ক্ষুধামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এর পর যে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন তারই অংশ হিসেবে উক্ত সংগঠনের এই আয়োজন বলে আমার ধারণা।
তিনি সভাপতি বিল্লাল হোসেনের দাবির পরিপেক্ষিতে বলেন আগামী মাসের মধ্যেই উপজেলা চেয়ারম্যান শাহিন আহামেদ এর সাথে আলোচনা করে একটি জমির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ।
তিনি আরো বলেন উপজেলা চেয়ারম্যান শাহিন আহামেদ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের হাতকে শক্তিশালী করতে ও ঢাকা ২ আসনের সকল জনগণের পাশে থেকে সেবা করতে চান। তই সকলের প্রতি আহবান জানান শাহিন আহামেদ এর পাশে থাকার এবং জনগণের সেবা করার সুজগ দেয়ার জন্য।
সর্ব শেষে তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী নসরুল হামিদ বিপুর এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনা করেন।