
কেরানীগঞ্জে জমি সংক্রান্তের জের ধরে পা ভেঙে দিলেন ননীর
স্টাফ রিপোর্টার তাহের তারেক
কেরানীগঞ্জ থানা ধিন বেউতা গ্রামের ১ নং ওয়ার্ডের বাসিন্দা ননী সরকার ৩৩ পিতা মৃত প্রাণ বল্লভ সরকার। গত ২৯/০১/২০২৩ ইং তারিখে রাত আনুমানিক ৮.৩০ মিনিটে তাহার নিজ বসত বাড়িতে কয়েকজন লোক আসিয়া তাহাকে ডাকিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে। ননী সরকার কথা বলতে গেলে তাকে পিছন থেকে এলোপাথাড়ি মারধর শুরু করে। ননী সরকার একা থাকায় তাহাকে মেরে আহত করে ননীর চিৎকার চেঁচামেচি শুনে এলাকা বাসী ছুটে এসে দেখে ননী সরকারকে এসএস পাইপ দিয়ে পেটাচ্ছে কয়েকজন লোক মিলে। এ ব্যাপারে এগিয়ে আসা মোঃ আনসার আলী বলেন আমি এসে তাদেরকে ফেরাতে চেষ্টা করি তারা আরো মারমুখো হয়। পরে আশেপাশের মানুষ এলে তারা চলে যায়। এলাকাবাসী বলেন ননী সরকার কারো সাথে খারাপ আচরণ করেন না ও ভালো একজন মানুষ তাই আজ এ অবস্থা। এলাকাবাসী আরো বলেন আমরা জানি তাদের বাড়ির জায়গা বেচা বিক্রি হয় নাই তাহলে হঠাৎ করে এই ঝামেলা হল কেন। ননী সরকারকে অতর্কিত হামলা করেন যারা তারা হলেন। ১ নিতিশ রায় ৫০ , পিতা মৃত হরিনাথ রায় ২ দেবাশীষ রায় ২৫ পিতা হাজারি ৩ হাজারি ৬৮ পিতা মৃত মধুসূদন রায়। অজ্ঞাত আরো অনেকেই ছিলেন ননী সরকার বলেন আমাকে বারবার প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসতেছে। আমি এ ব্যাপারে আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছি আমি এলাকার মেম্বারের নিকট শরণাপন্ন হয়ে মেম্বারকে অবগত করি। এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি দেরকে জানিয়েছি আমরা উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।