

বিএনপি জামাতের অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের উদ্যোগে আটি জয়নগর মাঠে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।কেরানীগঞ্জ মডেল থানা ছাত্রলীগের সভাপতি ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন খোকন,তারানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, মডেল থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারেক,শাক্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা সালাহ উদ্দিন লিটন,ঢাকা জেলা পরিষদের সদস্য মিন্টু মিয়া,ঢাকা জেলা পরিষদের সদস্য শিলারা ইসলাম,ঢাকা জেলা মহিলা যুবলীগের আহবায়িকা রেশমা জামানসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন মডেল থানা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।