
কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিতির অফিস উদ্বোধন —————–
রিপোর্টার
মোঃ শহিদুল ইসলাম :
আজ ১৮ আগস্ট ২০২৩ রোজ শুক্রবার বাদ আসর কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিতির বাড়াকৃত কার্যালয়ের উদ্বোধন করেন। উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি মো: মাসুদ মিয়া প্রেসিডেন্ট , কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিত। গত ১৭-০৩-২৩ ইং তারিখ থেকে কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিতির পথ চলা শুরু হয়, সেই থেকে কার্যালয়টির নিজস্ব বসার কোন জায়গা না থাকলেও আজকে সমিতির বিশিষ্টজনদের অনুপ্রেরণায় একটি ভাড়া কার্যালয় নিতে সক্ষম হয়েছেন। সমিতির সেক্রেটারি জেনারেল এম আর রায়হান বলেন কেরানীগঞ্জস্থ ভোলা জেলা সমিতি ৪১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে আমাদের যাত্রা শুরু হলেও বর্তমানে আমাদের সদস্য সংখ্যা আল্লাহর রহমতে অনেক বেশি। তিনি উপস্থিত সকল সদস্যকে আহ্বান জানিয়ে বলেন কেরানীগঞ্জস্থ ভোলা জেলা সমিতিতে কেরানীগঞ্জে অবস্থানরত সকল ভোলা বাসিকে কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিতিতে সদস্য হওয়ার জন্য আহ্বান করেন। তিনি আরো বলেন এটি একটি সামাজিক সংগঠন সমাজ উন্নোয়নই এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য। সামাজিক যে কোনো বিপর্যয়ে কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিতি সর্বদা সরকারের সহায়তার পাশাপাশি এই সমিতি ও তার হাত বাড়িয়ে দিবেন। আজ ১৮ তারিখ কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিতির ভাড়াকৃত কার্যালয়টি মিলাদও দোয়া মাহফিলের মধ্য দিয়ে তার কার্যক্রম শুরু করেন। কার্যালয়টি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট মোঃ মাসুদ মিয়া, সেক্রেটারি জেনারেল এম আর রায়হান , যুগ্ম সম্পাদক,মো: নোমান চৌধুরী , যুগ্মসাধারণ সম্পাদক,মো: রাহুল করিম , সহ-সভাপতি, অ্যাডভোকেট লায়ন সৈয়দ নাজমুল হুদা, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, সহ-সভাপতি, মো: নাজিম উদ্দিন, সহ-সভাপতি, হাফেজ রিয়াজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক, মো: রাসেল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট মহিবুল্লাহ , শিক্ষা বিষয়ক সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম , ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক , মো : আমির, সদস্য, রাকিব হাসান রিপন সহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন কেরানীগঞ্জস্হ ভোলা জেলা সমিতির সেক্রেটারি জেনারেল এম আর রায়হান নিজেই।