ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ নং হাজীপুর ইউনিয়নের আল-বারাকা মৎস্য খামার ও আল-বারাকা ডেইরি ফার্মের পরিচালক মাছুদুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে কৃষি খাতে সফলতার সাথে কাজ করে আসছেন। তার পরিশ্রম ও দক্ষতার নিদর্শন স্বরূপ তিনি অর্জন করেছেন অসংখ্য জেলা, উপজেলা ও জাতীয় পুরস্কার। সর্বশেষ, ২০২৪ সালে তিনি এগ্রিকালচার ইনপ্রটেন্ট পার্সন (এ.আই.পি) পুরস্কারে ভূষিত হন।
মাছুদুল হক চৌধুরীর এ সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জনেই সীমাবদ্ধ নয়; এটি এলাকার শিক্ষিত বেকার যুবসমাজকে আত্মকর্মসংস্থানের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে। তার সফল উদ্যোগে এলাকার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং কৃষি খাতের উন্নয়নে দেশের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব পড়ছে বলে মনে করেন এলাকাবাসী।
সফল উদ্যোক্তা মাছুদুল হক চৌধুরী বলেন, “বেকার যুবসমাজ এভাবে উদ্যোগ গ্রহণ করে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষিখাতে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।”
এমন সাফল্যের গল্প দেশের যুবসমাজকে অনুপ্রাণিত করে এবং কৃষিখাতের সম্ভাবনা উজ্জ্বল করে।