
কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো ঢাকা জেলা উত্তর ‘স্বেচ্ছাসেবক লীগ’
মোঃ নুর হোসেন সাভার প্রতিনিধি:
ঢাকার সাভারের বনগাঁও ইউনিয়নের দরিদ্র কৃষক আবুল হাসেম। নিজের সাড়ে তিন বিঘা জমির ধান পেকে নষ্ট হবার উপক্রম। কিন্তু শ্রমিক সংকটের কারণে তা কেটে ঘরে তুলতে পারছিলেন না। বিষয়টি জানতে পারেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা। তার নেতৃত্বে ওই দরিদ্র কৃষকের সাড়ে তিন বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে বাড়িতে পৌঁছে দিয়েছে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (৯ মে) দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের সাদাপুর গ্রামে এই মানবিক কাজে অংশ নেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এ সময় সায়েম মোল্লার সাথে কথা হলে তিনি জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে দলীয় নেতাকর্মীদের প্রতি- শ্রমিক সংকটের কারণে যেসকল দরিদ্র কৃষক পাকা ধান কাটতে পারছেন না তাদেরকে যেন সাহায্য করা হয়। এই নির্দেশনার ধারাবাহিকতায় এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের আহ্বানে আমরা ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বনগাঁও ইউনিয়নের এক দরিদ্র কৃষকের সাড়ে তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। গতকাল আমরা শ্রমিক নিয়ে তার দুই বিঘা জমির ধান কেটেছিলাম, আজ আমাদের সকল নেতাকর্মী সহ দেড় বিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে তার বাড়িতে পৌঁছে দিয়েছি।
সায়েম মোল্লা আরও বলেন, যেকোনো মানবিক কাজে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সবার আগে এগিয়ে আসে। সেই পদক্ষেপের অংশ হিসেবেই আজকের এই কর্মসূচি । ভবিষ্যতেও এধরণের কাজে আমরা এগিয়ে আসবো। ধান কাটা ও মাড়াইয়ে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রঞ্জিত সাহা, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক টিপু সুলতান, প্রচার সম্পাদক জাভেদ হোসেন, অর্থ সম্পাদক নাসির আলী মাহবুব প্রমুখসহ ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সকল ইউনিটের নেতাকর্মীরা।