শুক্রবার, জানুয়ারি ১৭, ২০২৫

কৃষকের দেড় একর করলা গাছ উপড়ে দিল দুর্বৃত্তরা

Logo
Desk Report 2 বুধবার, ০৪ ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ

মোজাহের ইসলাম নাঈম,

জেলা প্রতিনিধি নোয়াখালী:

নোয়াখালীর সুবর্ণচরে ইসরাফিল নামের এক কৃষকের দেড় একরের করলা ক্ষেতের ফসল উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (২ ডিসেম্বর) রাতে চরজব্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরপানাউল্ল্যা গ্রামে এ ঘটনা ঘটে। ইসরাফিল ওই গ্রামের রহিদুল ইসলামের ছেলে।

কান্নাজড়িত কণ্ঠে কৃষক ইসরাফিল বলেন, ‌‘মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে ক্ষেতে গিয়ে দেখি একটি গাছও জীবিত নেই। দেড় একরের সম্পূর্ণ ফসল কেটে ও উপড়ে দিয়েছে দৃষ্কৃতকারীরা। আমার সঙ্গে তো কারও শত্রুতা নেই। তাহলে আমার করলা গাছের সঙ্গে শত্রুতা করলো কে?’

তিনি আরও বলেন, ‘প্রায় ছয় লাখ টাকা ঋণ করে দেড় একর জমিতে করলা চাষ করি। এ পর্যন্ত এক লাখ ৬০ হাজার টাকার করলা বিক্রি করেছি। সোমবারও ক্ষেত থেকে করলা তুলে বাজারে বিক্রি করেছি। কিন্তু আজ সকালে ক্ষেতে গিয়ে দেখি দুই হাজার ৫০০ করলা গাছের সব মরে গেছে। আমার সবই শেষ।’

চরজব্বর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কাউসার আলী বলেন, ‘কৃষক ইসরাফিলের এমন ক্ষতি যে করেছে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এটা কারও কাম্য নয়। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’

ADVERTISEMENT

উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, ‘খবর পেয়ে সকালে ইসরাফিলের করলা ক্ষেতে গিয়ে অনেক খারাপ লেগেছে। তার উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা অনেক সহযোগিতা করেছি। এখন ফসল তোলার সময় তার এমন ক্ষতি যারা করেছে তাদের বিচার চাই।’

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীন মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি, মাগুরাঃ মাগুরা সদর উপজেলার কছুন্দী ইউনিয়নে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ …

মোঃ তারিকুল ইসলাম তুহিন, জেলা প্রতিনিধি,মাগুরাঃ মাগুরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। …

মোঃ আলমগীর হোসাইন, (গাজীপুর প্রতিনিধি) অনলাইন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ …

সাজেদুল হক প্রান্ত রিপোর্টার: নরসিংদীর শেখেরচরে জুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও যুবদলের সংঘর্ষে মনজুর ইসলাম (২২)নামে একজন গুলিবিদ্ধ …