কুষ্টিয়া প্রতিনিধি:
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজ চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া কুমারখালী উপজেলায় শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ সরকারি করনের দাবি জানান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া কাছে। এই সময় তাদেরকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। শিলাইদহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুষ্টিয়া ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ নওয়াব আলী। এই সময় তারা কলেজ ঘুরে ঘুরে পরিদর্শন করেন এবং কলেজ উন্নয়নের আশ্বাস দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। কলেজের শিক্ষক বৃন্দ।
ADVERTISEMENT
0