আগামী দিনে পৌরসভাকে ঢেলে সাজাতে চাই: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধিঃ
নির্বাচনী পথসভা করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া পৌর ৫নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর সাইফ-উল হক মুরাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৩ আসনের নৌকার মাঝি মাহবুবউল আলম হানিফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা: আফিল উদ্দিন।
এসময় মাহবুবউল আলম হানিফ বলেন, কুষ্টিয়ার উন্নয়ন অগ্রগতি আরও এগিয়ে নিতে নৌকার বিকল্প নেই। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের পাশাপাশি অবহেলিত কুষ্টিয়াকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি বলে জানান তিনি।
হানিফ আরো বলেন, নির্বাচনে জনগণের ভোটে পুনরায় আওয়ামী লীগ সরকার গঠিত হবে। এবারে কুষ্টিয়ার উন্নয়নের পাশাপাশি পৌরসভা এলাকায় উন্নয়ন করা হবে’ তথা পৌরসভাকে ঢেলে সাজাতে চান তিনি। জনগন উন্নয়ন চাই, শান্তিতে বসবাস করতে চাই। আমরা রাজনীতি করি উন্নয়ন ও শান্তির জন্য। উন্নয়নের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলমত নির্বিশেষে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।
এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল আলম চুনু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাজী তরিকুল ইসলাম মানিক, তথ্য গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সামস তানিম মুক্তি, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউ, জেলা পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম সহ দলীয় নেতৃবৃন্দ।