কুষ্টিয়া প্রতিনিধি: এস এম বাদল
কুষ্টিয়া জেলার বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর পি.পি নিযুক্ত হওয়ায় খন্দকার সিরাজুল ইসলাম সাহেব কে পোড়াদহ ইউনিয়ন ৯ নং ওয়ার্ড (আহম্মদপুর কলাবাড়ীয়া) এর পক্ষ থেকে গণসংবর্ধনা প্রদান।সোমবার (৬ জানুয়ারি, ২০২৫) বিকাল সাড়ে ৪ ঘটিকার সময় কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন ৯ নং ওয়ানডর আহম্মদপুর কলাবাড়িয়ার সর্বোসাধারণের পক্ষ হতে খন্দকার সিরাজুল ইসলাম কে গণসংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ মোস্তফা আল কামাল (বাবু) সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, পোড়াদহ কলেজ ছাত্রদল।সঞ্চালনা করেন মোঃ নাদিমুল ইসলাম (ইরান) – তরুণ সমাজ সেবক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সম্মানীত সদস্য, মিরপুর উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার সিরাজুল ইসলাম – এম এস এস (রাষ্ট্রবিজ্ঞান) এল.এল.বি, এ্যাডভোকেট, জজ কোর্ট, কুষ্টিয়া ও পাবলিক প্রসিকিউটর পি.পি. কুষ্টিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ আজমল হক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পি.পি.), কুষ্টিয়া। এ্যাডভোকেট মোঃ রেজাউল করিম অতিরিক্ত সরকারি কৌশলী (জি.পি), কুষ্টিয়া। মোঃ মিজানুর রহমান আহম্মদপুর ক্যাম্প ইনচার্জ। ডা: মোজাফফর হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পোড়াদহ ইউনিয়ন বিএনপি। মোঃ জুমারত মাষ্টার সাবেক শিক্ষক (অবঃ)। ডাঃ জি.এম শফিকুল ইসলাম সাবেক মেম্বার, ৯ নং ওয়ার্ড। মোঃ আবু চাঁদ – বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক। উপস্থিত এলাকাবাসীকে তিনি বলেন, সন্তানের এগিয়ে যাওয়ার শক্তি বাবা ও মা। তাদের পরামর্শ, সাহস এবং স্নেহ ভালোবাসা পেলেই সন্তান শত বাধা ডিঙিয়ে এগিয়ে যাবে। সন্তান যোগ্য হলে, সফল হলে সব থেকে খুশি বাবা মা হয়। অন্য দিকে আমাদের সমাজ ব্যবস্থায় অহরহ যা হচ্ছে, খেয়াল করুন, আপনি অনেক সম্পদ করলেন, মিল কারখানা, জমি-বাড়ি এসব বানালেন, কিন্তু আল্লাহ না করুন আপনার সন্তানকে উপযুক্ত করে গড়ে তুলতে পারলেন, আপনি মাথার ঘাম পায়ে ফেলে, সারা দিন ছুটাছুটি করে যেসব অর্থ সম্পদ ঐ সন্তানের জন্য রেখে যাচ্ছেন, তা ধ্বংস হতে সময় লাগবে না। তিনি অনুরোধ করেন, আজ থেকেই আপনারা সন্তানদের স্বপ্ন দেখাবেন। কষ্ট করে হলেও তাদের উচ্চ শিক্ষা নিতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। তা হলে আপনার কোন সম্পদ না থাকলেও ঐ সুসন্তান সম্পদ হিসেবে বিবেচিত হবে। আপনাদের সন্তানদের মধ্যে কেউ যদি আইন পেশায় আসার জন্য ল পড়তে চায়, তিনি তাদের সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। বক্তারা বলেন মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে গেলে যুব সমাজকে সঠিক পথে রাখতে হবে। যুবসমাজ পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপযুক্ত পরিবেশ পেলে তারা বিপদগামী হবে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে এবং তাদের সন্তানদেরকে সঠিকভাবে দেখভাল করতে পারলেই তারা কখনোই বিপথগামী হবে না। সার্বিক আয়োজনে ৯নং ওয়ার্ড পোড়াদহ ইউনিয়ন (আহম্মদপুর কলাবাড়ীয়া) এলাকাবাসী।