মাহমুদুল হক বাদল, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন তামিম (১৮) নামের এক কিশোর মারা গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল ৩১ মার্চ রবিবার বেলা ১টা৪৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে মারা যায়।নিহত তামিম ভেড?ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়ার মুন্সিপাড়ার রংমিস্ত্রি শাহিনের ছেলে। স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৩ শে মার্চ ক্ষেমিরদিয়ার অঞ্চলের তামাক চাষী আমজাদের সাথে নিহতের বাবা শাহিনের তামাকের কাঠি বাধার জন্য অতিরিক্ত পারিশ্রমিক নেয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। আমজাদ শাহিন ইসলামের উপর চড়াও হয় এবং তাকে শারীরিকভাবে হেনস্তা করে। পরবর্তীতে থানা পুলিশের মাধ্যমে উভয় পক্ষ বিষয়টিকে মীমাংসার পর্যায়ে নিয়ে যায়। কিন্তু ২৬ তারিখ সকালে আমজাদের ছেলে ও তার ভাই মো শাহিনের নেতৃত্বে শাহীন ইসলাম ও তার ছেলে তামিম কাজে যাওয়ার সময় তাদের পথ রোধ করে কুড?াল ও লোহার রড দিয়ে বেদমভাবে প্রহর করা হয়। কুড়ালের উল্টাপিঠ দিয়ে তামিমের মাথার পিছনে গুরুতর জখম করা হয়। প
মানবিক ভিসায় যাওয়া যাবে পর্তুগাল
ইমতিয়াজ উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ পর্তুগাল সরকার বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত...